দক্ষিণ সুনামগঞ্জে হুইল চেয়ার পেলো ২৬ প্রতিবন্ধী
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জে ২৬ জন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় প্রতিবন্ধী ফাইন্ডেশন প্রদত্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদস্য জামিউল ইসলাম তুরান, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী প্রমূখ।