দুপুর ২:১৪,   রবিবার,   ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ১

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪০) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৮ মার্চ) বিকেলে কোম্পানী অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পাগলা জামিয়া ইসলামীয়া কওমী মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যাক্তি উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত আসর আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সামিউল আলম।