রাত ৯:৩৬,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতনকারী শাহনুর গ্রেপ্তার


নোহান আরেফিন নেওয়াজ, দক্ষিণ সুনামগঞ্জ

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতনকারী শাহনুরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর এলাকা থেকে গোপণ সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহনুরকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে এসআই জয়নাল আবেদীন জানান, নির্যাতনের ঘটনায় অভিযোগের পর থেকে আসামীকে গ্রেপ্তার করতে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। ফলে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরবেলা আসামীকে জামালগঞ্জের লালপুর থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনার পর পুলিশি তৎপরতার মাধ্যমে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শীঘ্রই আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ, গত মঙ্গলবার দুপুরে পাওনা টাকার জন্যে দক্ষিণ মুক্তাখাই গ্রামে দপ্তরী পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর থেকে পুলিশ নড়েচড়ে বসে। এই ঘটনায় দপ্তরী বাদি হয়ে শাহনুর নামের এক যুবককে আসামী করে মামলা দায়ের করেন।