সকাল ১০:১০,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দায়িত্ব গ্রহণ করলেন জগন্নাথপুর পৌরসভার নতুন মেয়র

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া আজ সোমবার (২ নভেম্বর) দায়িত্বগ্রহণ করেছেন।
এ উপলক্ষ্যে পৌর পরিষদ কক্ষে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় ‘আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান’ দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা.আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, কাউন্সিলর খলিলুর রহমান, দ্বিপক গোপ, দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন, সুহেল আহমদ, মিনা রানী পাল, আয়ারুন নেছা, ইয়াসমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন মেয়রকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কাউন্সিলবৃন্দ, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভুঁইয়াকে দায়িত্বভার হস্তান্তর করেন।
জগন্নাথপুর পৌরসভার নতুন মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, দুর্নীতিমুক্ত পৌরসভা এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারী জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মারা গেলে গত ১০ অক্টোবর মেয়র শুন্যপদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আবুল হোসাইন সেলিমকে পরাজিত করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হিরণ মিয়ার ছেলে মিজানুর রশিদ ভূঁইয়া নির্বাচিত হন। গত রবিবার শপথগ্রহণের পর কাজ দায়িত্বগ্রহণ করেছেন নতুন মেয়র।