সকাল ৮:৪৫,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে চার দোকানীকে জরিমানা, সেনাবাহিনীর টহল

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাসের সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। একই সাথে সেনাবাহীনির একটি দল পৌর এলাকায় টহল দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে দিরাই পৌর এলাকায় অভিযান করা হয়। অভিযান চলাকালে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪টি দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় শাখা কর্মকর্তা মোশাররফ মিয় প্রমুখ।