দুপুর ২:২৯,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ

দিরাই প্রতিনিধি :
‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে দিরাই থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই রূপক কর্মকারের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, দিরাই সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর ইদন মিয়া, এবিএম মাসুদ প্রদীপ, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সোহেল চৌধুরী, সবুজ মিয়া, পংকজ পুরকায়স্থ অমর, সেতু চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া।
বিজ্ঞাপন
সমাবেশে ওসি আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন রোধে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব।এ ছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং অফিসারদের তত্ত্বাবধানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।