রাত ১০:০২,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দিরাই মদনপুর সড়কের সুজানগর নামক স্থানে পিকআপ – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল আরোহী মুমিন (২৪) ও তারেশ দাস (৩২) নামে দুইজন নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বিকেলে একটি মোটরসাইকেল দিরাইয়ের যাওয়ার পথে মদনপুর সড়কে সুজানগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ঠ-১৫-১৩৩০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিন ও তারেশকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মুকুল মিয়া নামে একব্যক্তিও আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেল – পিকআপ সংঘর্ষে ২ জন মারা গিয়েছেন, এবং পিকআপ চালক পলাতক রয়েছে। চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।