দিরাই হানাদার মুক্ত দিবসে খেলাঘরের শ্রদ্ধাঞ্জলী
দিরাই প্রতিনিধি:
আজ ৭ ডিসেম্বর, দিরাই হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৭ ডিসেম্বর) সকালে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাঘরের আয়োজনে আলোচনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাফর ইকবাল, খেলাঘরের সহ-সভাপতি ও সহকারি প্রধান শিক্ষক লাল বাঁশি দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস।
এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘরের যুগ্ম সম্পাদক মোশাহিদ আহমেদ সরদার, শিক্ষক আবুহেনা, শিক্ষক স্বাধীন চৌধুরী, এস আই জহির, খেলাঘরের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ পদ সরকার, প্রচার সম্পাদক সদরুল ইসলাম, প্লাবন দাস পিকলু, আফাজ উদ্দিন, জুটন সূত্রধর, রবি নুর চৌধুরী, কৃষ্ণ সরকার প্রমুখ।