সকাল ৯:০৪,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিল্লিতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
ভারতের দিল্লিতে মুসলমানের উপর হিন্দুত্বাবাদীদের হামলা, হত্যা, মসজিদ ও ঘরবাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের আলফাত স্কয়ার রোড এলাকায় সুনামগঞ্জ জেলা ইমান-মোয়াজ্জিন পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ভারতের মোদী সরকার আমাদের মুসলমান ভাইদের উপর হামলা চালিয়েছে।দিল্লিতে যেভাবে মুসলিম মানুষ ও তাদের পরিবার বাড়ি-ঘরের উপর হামলা চালানো হয়েছে, আগুনে পুড়িয়ে মারা হয়ে সেটা পরিকল্পিত। আমাদের দাবি দিল্লিতে মুসলমানদের উপর যে হামলা হয়েছে তার সুষ্ট বিচার হোক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বশির আহমেদ, মাওলানা রকিম আহমেদ, মাওলানা সাজিদুর রহমান, দিলোয়ার হোসেন, মফিজুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।