রাত ১০:৫১,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

দেশ এখন বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎতে আলোকিত : এমপি শামীমা শাহরিয়ার

জামালগঞ্জ প্রতিনিধি :
সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার) বলেছেন, যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ , পথ হারাবেনা বাংলাদেশ। দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ লোকদেরকে ঘৃণা করেন। দেশ এখন বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎতে আলোকিত।
বৃহস্পতিবার জামালগঞ্জে সাংসদ অ্যাড. শামীমা শাহরিয়ার তার ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে নগদ টাকা ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদারে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষা অফিসার শরীফ উদ্দিন প্রমুখ। ।
পরে তিনি এমপি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার বৃক্ষচারা বিতরণ করেন।