দেশ ও জাতি মঈন উদ্দিনের ত্যাগ মনে রাখবে : প্রধানমন্ত্রী
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ এপ্রিল) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এ ত্যাগ মনে রাখবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মঈন। তিনি সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন।