রাত ১২:৩১,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারায় সম্পত্তি নিয়ে বিরোধে মামার হাতে ভাগনা খুন!

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে মামার হাতে ভাগনা খুন হয়েছে
নিহতের নামে মোহাম্মদ আকাশ মিয়া(২৭)। সে উপজেলার সদর ইউনিয়নের রংপুর(তেগাঙ্গা) গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বৃহস্পতিবার (২৬মার্চ) সন্ধ্যায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আকাশ মিয়া ও তার মামা জাহেদ মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। তার জের ধরে সন্ধ্যায় আকাশ মিয়াকে বাড়ির পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মামা জাহেদ মিয়া। পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার (ওসি) মোঃ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তির জেরে মামা জাহেদ মিয়া তার ভাগনাকে খুন করেছেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।