সন্ধ্যা ৬:৫৬,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে আরও ১ জন করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় আরো ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি(৫৫) উপজেলার পশ্চিম পাগলা ইউপির কাদিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি চারদিন আগে করোনার উপসর্গ নিয়ে পশ্চিম পাগলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত ডাক্তার করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠালে বুধবার (১৪ মে) তার রিপোর্ট পজেটিভ আসে
এদিকে খবর পেয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন ও বাড়িতে লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাড়ি লকডাউন করা হয়েছে। রোগীকে আগামীকাল সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসলোশনে পাঠানো হবে।
এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে মোট নয়জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। তার মধ্যে ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।