দ. সুনামগঞ্জে কবি আশিন আমরিয়ার মৃত্যুতে শোকসভা
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশার ছয়হাড়ায় কবি আশিন আমরিয়ার আকস্মিক মৃত্যুতে শোকসভা পালন করেছে সাহিত্য পত্রিকা অক্ষর। সোমবার বিকালে ছয়হাড়া ব্রীজের পূর্ব পাড় সংলগ্ন পয়েন্টে এ শোকসভা পালন করা হয়।
দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে, অক্ষর সম্পাদক আবদুর রহমান জামী ও সহ-সম্পাদক মারজান আহমদ জামানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, ভমবমি বাজার কমিটির সভাপতি শাহীন আহমেদ তালুকদার, সহ-সভাপতি সিতু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ছমরু মিয়া, জেলা বিএনপির মৎস ও পশু বিষয়ক সম্পাদক জাফর সাদেক লেবু, তরু সম্পাদক, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সমাজকর্মী মিয়া, কবি আশিন আমরিয়ার ছোটভাই নাজমুল হোসেন, আমরিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মিজানুর রহমান ও সিদখাই ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাও. জাকারিয়া মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন, আবদুর মমিন মনির, আবাব মিয়া, ছইল মিয়া চৌধুরী, মুকিত মিয়া, বকুল মিয়া, আজিজুর রহমান, সুজন চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী, নূর ইসলাম।