রাত ১০:৩২,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন ঠেলাগাড়ি চালক

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালক।
শুক্রবার রাতে উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের হওয়াজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় আসলে বাশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ( সিলেট ন-১১-২০২২) ধাক্কা দিলে ঠেলাগাড়ি চালক হেলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঠেলাগাড়ি চালকে শরীরে বোঝাই করা কয়েকটি বাশ ঢুকে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।