সকাল ৬:২৩,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে প্রবাসী এসোসিয়েশন ইউকে′র শীতবস্ত্র বিতরণ

দ.সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, অসহায় শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের সাহায্যার্থে সমাজের বৃত্তবানদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনেকে এই শীত থেকে কিছুটা মুক্তি পাবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকে′র পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ কালে বক্তারা একথা বলেন।
উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকে′র পক্ষ থেকে ইউনিয়নের চার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেইছ′র সভাপতিত্বে মো. এহছানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, দরগাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির উদ্দিন, আমরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম, লন্ডন প্রবাসী শামীম আহমদ, রুহুল আমিন, এমদাদুল হক সোহাগ।