সকাল ৬:৫১,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘বাজার মনিটরিং টিম’।
বৃহস্পতিবার(১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় পাগলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানকালে ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মূল্য তালিকা সঠিক না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে জমশেদ ট্রেডার্সকে ৭ হাজার টাকা, মিসবাহ ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা ও অন্ন ভান্ডারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় তাঁর সহকারী বিধান দেবনাথ, দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাহবুবুর রহমান চকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সঠিক মূল্য নির্ধারণ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে পাগলা বাজারে তিনটি দোকানকে মোট ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে’।