সকাল ৯:১৬,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ. সুনামগঞ্জে ১২০পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন শাহিন আহমদ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাসে গৃহবন্ধী হওয়া বেকার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পশ্চিম পাগলা ইউপি বিএনপি’র সভাপতি শাহিন আহমদ।
রোববার (৫ এপ্রিল) দুপুরে শাহিন আহমদের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার পশ্চিম পাগলায় সামাজিক দুরত্ব বজায় রেখে ১২০ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আলু ও পেয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি সদস্য আলী আহমদ, ক্ষিতিশ দেবনাথ, রঞ্জিত সুত্রধর, বিএনপি নেতা ফয়াজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু, যুবলীগ নেতা কামরুল ইসলাম, সেলিম আহমদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, ব্যবসায়ী মাহবুব আলম, মলয় দেব, লিটন, সাবিজ মিয়া, ছাত্রলীগ নেতা রাজন পাল, আজাদ হোসেন, অপু পাল, জমির হোসেন, মুবিন সিদ্দিকী প্রমুখ।