বিকাল ৪:২৬,   বৃহস্পতিবার,   ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বিজয় দিবস ও গণপাঠাগার উদ্বোধনের লক্ষে প্রস্তুতিমূলক সভা


ধর্মপাশা প্রতিনিধি:

ধর্মপাশায় বিজয় দিবস ও দীর্ঘ বছর ধরে তালাবদ্ধ থাকা উপজেলা গণপাঠাগার উদ্বোধনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, প্রণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান আহমদ মজুমদার, রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ।

সভা শেষে গণপাঠাগার পরিচালনার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়াকে আহ্বায়ক করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মচারীদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আসন্ন বিজয় দিবসে গণপাঠাগার উদ্বোধনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।