সকাল ৮:৫৪,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১৩টি গবাদিপশু পুড়ে ছাই

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় আগুনে বসতঘরসহ ১৩টি গবাদিপশু পুড়ে ছাই হয়েছে। এ সময় গোয়ালঘরে থাকা ৫টি গরু ও ৮টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বাহিরকান্দা গ্রামের জহুর আলীর মো. রুবেল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে রুবেল মিয়ার বাড়ির গোয়ালঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এরমধ্যেই বসতঘরের মালামালসহ গোয়ালঘরে থাকা ৫টি গরু এবং ৮টি ছাগল পুড়ে মারা যায়।
মো. রুবেল মিয়া বলেন, ‘কারেন্টের আগুনে আমাদের ঘরবাড়ি ও গরু, ছাগলসহ সমস্ত কিছু পুড়ে গেছে। বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি।’
সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন বলেন, ‘আপতকালীন সময়ে যাতে প্রশাসনের পক্ষ থেকে কিছু টিন দিয়ে তাদের সহায়তা করা হয় এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন,‘আমাদের এখানে সরকারি টিন আসলে তাদের কিছু টিন দিয়ে সহায়তা করা হবে এবং আগামীতে সরকারি ঘর আসলে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি ঘর করে দেওয়া হবে।’