রাত ২:২৯,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় করোনা জয়ী কিশোর পেল ঈদ উপহার

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের করোনা জয়ী সাগর মিয়া (১৩) নামের এক কিশোরকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী, জামা কাপড়সহ খেলাধুলার সরঞ্জাম উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের পক্ষ থেকে সাগরকে বিভিন্ন খাদ্য সামগ্রী, শার্ট, প্যান্ট, ফুটবল, টেনিস বল, ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।
উপহার সামগ্রী পৌঁছে দেন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির আবুল হাসান।
গত ৩০ এপ্রিল সাগরের নুমনায় করোনা ভাইরাসের ফলাফল পজিটিভ আসে এবং গত শুক্রবার পুনরায় তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। উপহার সামগ্রী প্রদানের সময় প্রশাসনের পক্ষ থেকে তাকে আরও ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ধর্শপাশায় সাগরের মাসহ দুজন প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়। পরে মায়ের কাছ থেকে সাগর সংক্রমিত হয়। সাগরের মা এখনো করোনা পজিটিভ রয়েছে।