ধর্মপাশায় কিশোরীর মরদেহ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় আঁখি দেবনাথ (১২) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কিশোরীর নিজ বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই কিশোরী উপজেলার মধ্যনগর ইউনিয়নের শিবরামপুর গ্রামের দিনমজুর অজিত দেবনাথের মেয়ে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন জানান, আঁখির বাবা কাজের সুবাদে ফেনিতে থাকে। মা-মরা আঁখি বাড়িতে তার দাদির সাথে বসবাস করতো। রোববার সন্ধ্যায় আঁখির দাদি পাশের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাত নয়টার দিকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে আঁখিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে সোমবার সকাল ৭টার দিকে আঁখির ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মধ্যনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।