সন্ধ্যা ৬:১৮,   রবিবার,   ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় কৃষক বাছাইয়ে লটারি অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি :
সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক বাছাইয়ে লটারী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে রোববার দুপুরে ধর্মপাশা সদর, পাইকুরাটি, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধান বিক্রয় করতে আগ্রহী কৃষকদেরকে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ছয়টি ইউনিয়নের কৃষকদের লটারীর মাধ্যমে নির্বাচন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন রায়, সহকারী উপ-খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এ বছর ধর্মপাশা উপজেলার দুটি খাদ্যগুদামে মোট ৩ হাজার ৮৩৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।