রাত ৯:১২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাসের অজুহাতে সুনামগঞ্জের ধর্মপাশায় চাল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়ে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
জানা যায়, ধর্মপাশা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের অজুহাতে চাল ও পেঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারে অভিযানে গিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রির অভিযোগে ব্যবসায়ী কবির আহমেদকে ৫ হাজার টাকা, জামাল মিয়াকে ৫ হাজার টাকা, সেন্টু মিয়াকে ২ হাজার টাকা ও মাসুদ মিয়াকে ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবুল হাসান প্রমুখ।