সকাল ১০:৪৮,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য” এই বিষয়ের আলোকে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব। বিচারক হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান।
অংশগ্রহণকৃত ৮টি বিদ্যালয়ের মধ্যে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়, মহেশখলা উচ্চ বিদ্যালয় ও লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।