সকাল ১০:৪৪,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় নিখোঁজের ৯ দিন পর মরদেহ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ট্রলারডুবিতে নিখোঁজের ৯ দিন পর সামান মিয়া (৩২) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। সামান মিয়া ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা।
গত ১৮ জুলাই সন্ধ্যায় উপজেলার চন্দ্রসোনার থাল হাওরে শয়তানখালী নামক স্থানে ট্রলারডুবিতে তার তিন বছর বয়সী মেয়ে তানজিনা আক্তারসহ নিখোঁজ হয়েছিল। নেত্রকোনার মদন থানা পুলিশ স্থানীয় ধোবাউলা নামক কুড় নদীর পশ্চিমপাশ থেকে সামান মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের উপস্থিতিতে পরিবারের লোকজনের কাছে তার মরদেহ হস্তান্তর করে।
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘রোববার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির মরদেহ মদন থানা পুলিশ স্থানীয় নদী থেকে উদ্ধার করে। সোমবার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’