রাত ১২:৩৫,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় পথচারীসহ ৫ ব্যবসায়ীকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় সুনামগঞ্জের ধর্মপাশায় চার পথচারীসহ ৫ ব্যবসায়ীকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ধর্মপাশা সদর বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে বুধবার ধর্মপাশায় সেনাবাহিনী টহল জোরদার করেছে।
ধর্মপাশার উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আবু তালেব বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী’র সদস্যরাও কাজ করছেন।