সন্ধ্যা ৭:৫৭,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে হাওরের পানিতে ডুবে রিয়া মনি (৭) ও খাদিজা বেগম (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নানার বাড়ির সামনে জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই বোন জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের হাবুল মিয়া মেয়ে।
জানা গেছে, মাসখানেক আগে নিহত দুই বোন মায়ের সাথে সেলবরষ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ওইদিন দুপুরে তাদের নানার বাড়ির সামনে জালধরা হাওরে গোসল করতে যায়। সাঁতার না জানায় খাদিজাকে বাঁচাতে রিয়া মনিও পানিতে ডুবে যায়।
দীর্ঘ সময় পর তারা বাড়িতে ফিরে না আসায় স্থানীয়রা হাওরের পানিতে তাদের খুঁজে অজ্ঞান অবস্থায় দুই বোনকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত বলে ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।