সকাল ৯:০৭,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের পেছনে সোমেশ্বরী নদীতে ডুবে মোহনা আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) বিকেল চারটার দিকে স্থানীয় এলাকাবাসী মোহনা আক্তারের লাশ উদ্ধার করে। মোহনা আক্তার ওই গ্রামের মধু মিয়ার মেয়ে ও স্থানীয় চামরদানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার দুপুরে গোসল করতে গিয়ে মোহনা আক্তার নিখোঁজ হয়েছিল বলে জানায় তার পরিবারের লোকজন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।