ধর্মপাশায় পিআইসি’র সভাপতিকে ৫ দিনের কারাদণ্ড
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাওরে ফসল রক্ষা বাঁধের নিয়ম অনুযায়ী কাজ না করার অভিযোগে কাইলানী হাওরের ৫৭ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি পরিমল মজুমদারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাইলানী হাওরে ওই প্রকল্প এলাকা পরিদর্শনে যান। ওই প্রকল্প এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী কাজ না করার অভিযোগে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করা হয়।