দুপুর ১২:৫২,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে ফাইছা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামে এ ঘটনা ঘটে। ফাইছা আক্তার গাবি গ্রামের বাসিন্দা বজলু মিয়ার মেয়ে। ওইদিন দুপুরে উঠানে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে ডুবে যায় ফাইছা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।