রাত ৪:৩৬,   মঙ্গলবার,   ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিচালনা সহায়িকা অবহিতকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভের সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, সংস্থার টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আলিম, মো. আবদুস শুকুরসহ শিক্ষক ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।