দুপুর ১২:০৫,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বন্যার্তদের মধ্যে এমপি শামীমা’র ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পানি বন্দী লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ঔধষ বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
বুধবার ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া, দেওলা, মইশাখালী, সরিষাকান্দা, ইসলামপুর, সুখাইড়, মিলনপুর, দৌলতপুর গ্রামের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীসহ স্যালাইন, এন্টাসিড, প্যারাসিটামল, অমিপ্রাজল জাতীয় প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মোকারম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক সুলতান আহমদ তালুকদার, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন, জুয়েল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জামালগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সানি, সাংগঠনিক সম্পাদক শাকিল খান, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শুভ্র প্রমুখ।