বিকাল ৩:৪৮,   মঙ্গলবার,   ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণ, স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে আনার লক্ষ্যে বেসরকারি সংস্থা ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্প সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ওই সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্পের প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জুয়েল রানা, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসহাক মিয়া, সহ-সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, কালের কণ্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন, আমাদের সময় ধর্মপাশা প্রতিনিধি সাজিদুল হক, ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্পের নেটওয়ার্ক সভাপতি এস এম শেরগুল, সহ-সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সদস্য আনোয়ারা বেগম, নাদিরা খাঁন প্রমুখ।