রাত ৮:৪২,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং জনসমাগম এড়াতে বাড়ি বাড়ি গিয়ে চাল পৌঁছে দিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮৪ জন উপকারভোগীর মধ্যে ওই চাল পৌঁছে দেওয়া হয়েছে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করলে জনসমাগম হবে। এতে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তাই ভাইরাস সংক্রমণ এড়াতে কষ্ট করে হলেও তাদের চাল বাড়ি বাড়ি পৌছে দিয়েছি।