ধর্মপাশায় বিট পুলিশিং সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের সম্প্রসারিত বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিট পুলিশিং সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পূর্ব বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন। এসআই আরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, সাবেক ইউপি সদস্য সাঈদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল আলিম প্রমুখ।