রাত ১১:৪৭,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশায় মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মপাশা উপজেলা সদর বাজারের কয়েকটি মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব। সেই সাথে ব্যবসায়ী ও পথচারীরা যেন মাস্ক ব্যবহার করে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়।