রাত ১২:০২,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় মুক্তিযোদ্ধা আলী উসমান আর নেই

ধর্মপাশায় প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী উসমান (৭৮) আর বেঁচে নেই।
রোববার দুপুর দেড়টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মুক্তিযোদ্ধা আলী উসমান দীর্ঘদিন ধরে ক্যান্সার, হাপানিসহ নানান জটিল রোগে ভুগছিলেন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাযা নামাজ শেষে সাউদপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা আলী উসমান অবিবাহিত ছিলেন। তবে তিনি তাঁর এক ভাতিজাকে নিজের ছেলের মতো লালন পালন করে গেছেন।