ধর্মপাশায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে তিনটি বিভাগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, একাডেমীক সুপার ভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সংগীত শিক্ষক গোপাল মল্লিক ও এনামুল হক এনি।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
মাধ্যমিক পর্যায়ে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ধর্মপাশা সরকারি কলেজ প্রথম ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে।