রাত ১০:০৯,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় স্কিল ল্যাব প্রশিক্ষণ ও সিএসবিদের উপকরণ প্রদান

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব প্রশিক্ষণ ও সিএসবিদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সুসেবা নেটওয়ার্কের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং কেয়ার জিএসকে’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি, সিনিয়র স্টাফ নার্স মনোয়ারা বেগম বৃষ্টি, কেয়ার জিএসকে’র উপজেলা শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আলিম প্রমুখ।
পরে প্রত্যেক সিএসবির মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।