সন্ধ্যা ৭:২৩,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় হাওরে ডুবে শিশুর মৃত্য

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলার কাইল্যানি হাওরে পানিতে ডুবে নূরে আলম নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নূরে আলম উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামের রুবেল মিয়ার ছেলে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নূরে আলম ওইদিন দুপুর ১টার দিকে খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পিছনে কাইল্যানি হাওরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন দুপুর আড়াইটার দিকে তার লাশ হাওর থেকে উদ্ধার করে।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।