সকাল ৮:৫১,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় হাওরে ধান কাটা পরিদর্শন করলেন এমপি রতন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ধর্মপাশা উপজেলার জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাওরে বোরো ধান কাটা পরিদর্শন ও ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেছেন।
এ সময় তিনি শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করার পাশাপাশি দ্রুত ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়েছেন।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন হাওর পরিদর্শনের পাশাপাশি জয়শ্রী থেকে মধ্যনগর সড়ক
উন্নয়ন কাজও পরিদর্শন করেন এমপি রতন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীসহ আরও অনেকেই।