নববধূকে নিয়ে ফেরার পথে ডাকাত সর্দার গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি :
ছাতকে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত আবদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট জালালাবাদ এলাকা থেকে বিয়ে করে নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরেই পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার সময় বিয়ে করে কনে নিয়ে গাড়িতে বাড়ি ফেরার সময় পেপার মিল এলাকায় পৌঁছামাত্র পুলিশ বরের ছদ্মবেশে আসামি আবদুল করিমকে গ্রেপ্তার করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান এসআই হাবিবুর রহমান।