রাত ৯:৩৯,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার বিকালে বিদ্যালয় আশপাশ এলাকার লোকজন, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমর কান্তি সরকারের সভাপতিত্বে বিদ্যালয় অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সবাই বিদ্যালয়টিকে কলেজে উন্নীতকরণের লক্ষ্যে ঐক্যমত পোষণ করে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাংবাদিক আকবর হোসেন, খুজারগাঁও, গঙ্গাধরপুর, ছয়হারা, কামারগাঁও, লালপুর, রসুলপুর, বিনাজুরা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর, মাতারগাঁও, রাজাবাজ ও রাজাপুর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারকে আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট ‘নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় এ- কলেজ বাস্তবায়ন’ কমিটি গঠন করা।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহ্বায়ক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমর কান্তি সরকার, খুজারগাঁও গ্রামের সুব্রত পুরকায়স্থ, ফেনারবাঁক ইউপির ৮ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস।
কমিটির সদস্যরা হলেন- খুজারগাঁও গ্রামের মিন্টু তালুকদার ও চন্দন তালুকদার, উজান দৌলতপুর গ্রামের মুক্তিযোদ্ধা কবীন্দ্র সরকার, প্রবীর পুরকায়স্থ ও সাংবাদিক বিন্দু তালুকদার, ভাটি দৌলতপুর গ্রামের রনধীর তালুকদার ও সুমেষ তালুকদার, বিনাজুরা গ্রামের মনোরঞ্জন পুরকায়স্থ ও অখিল পুরকায়স্থ, লালপুরের রতিশ সরকার ও দিপক সরকার, রসুলপুরের আব্দুল খালেক, রাজাবাজ গ্রামের কালাচাঁদ তালুকদার ও গৌরাঙ্গ তালুকদার, মাতারগাঁও গ্রামের সুবোধ তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য দিপক তালুকদার, রাজাপুর গ্রামের অখিল সরকার, দয়ানন্দ মজুমদার ও ইমাম হোসেন, গঙ্গাধরপুর গ্রামের জগদীশ তালুকদার ও শংকর তালুকদার, ছয়হারা গ্রামের প্রাক্তন ইউপি সদস্য রাজেন্দ্র তালুকদার ও সুধাংশু তালুকদার, কামারগাঁও গ্রামের বাবুল সরকার।