সন্ধ্যা ৭:২৫,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নানা কর্মসূচিতে তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত

আবির হাসান-মানিক, তাহিরপুর :
নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে বৃক্ষ রোপন ও উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। তাছাড়া দুপুর ১২টায় স্থানীয় উপজেলা আ’লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপজেলা আ’লীগের যুগ্ম সা. সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, সা. সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি বিলাল আমিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, মহিলা যুবলীগ আহবায়ক আইরিন বেগম, বাদাঘাট ইউনিয়ন আ’লীগ যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ প্রমূখ।
এদিকে উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত বাদাঘাট ডিগ্রি কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহ উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।