সকাল ৯:১১,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জ আসার চেষ্টা : ট্রাকসহ আটক ৪৬

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৬ যাত্রীসহ সুনামগঞ্জগামী একটি ট্রাক আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় ওই ট্রাক আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক যাত্রীদের যার যার ঠিকানায় পাঠানো হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাতে ফতুল্লার তক্কারমাঠ থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকে ৪৬ জন যাত্রী রওনা দিচ্ছে এমন সংবাদ পেলে অভিযান চালানো হয়। সে সময় যাত্রীসহ ট্রাকটিকে আটক করা হয়। পরে ওই যাত্রীদের নিজ নিজ ঠিকানায় ফেরত পাঠানো হয়।