সকাল ১১:৩৬,   শুক্রবার,   ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন হবে: ইউএনও সফি উল্লাহ

দিরাই প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর বান্ধব। সরকার অতীতের মতো সব সময় হাওরের মানুষের পাশে থাকবে। আমরা কৃষকের মুখে সব সময় হাসি দেখতে চাই। কৃষকের মুখে হাসি ফোটাতে বোর ফসল রক্ষায় সরকার সকল প্রস্তুতি নিয়েছে। প্রকল্প নির্ধারণ, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, হাওরের পানি নিষ্কাশন সহ নানা কারণে বাঁধ নির্মাণের কাজ কিছুটা দেরিতে শুরু হলেও উপজেলার প্রতিটি হাওরে কাজ শুরু হওয়াতে কৃষকদের মনে স্বস্তি দেখা দিয়েছে। ইতিমধ্যে সকল হাওরে ৫০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় এমপি জয়া সেনগুপ্তার দিকনির্দেশনায় উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সহ সকলের প্রচেষ্টায় সবকটি হাওর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। বাঁধের কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যারা বাঁধের কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ সফি উল্লাহ এ সব কথা বলেন। কমিটির সদস্য সচিব পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রিপন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইফতেখার আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল আহমদ, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান কাজী, রেজুয়ান খান, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, ইউপি সদস্য নজরুল ইসলাম, নুর আলম প্রমুখ।