রাত ৯:৩৭,   শনিবার,   ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-৫ ও নওগাঁ -৬ আসনে উপ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে ও নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি আ ত ম মিসবাহ, আবুল কালাম, রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীন জুলুম সরকার জোর করে দেশে আওয়ামী গণতন্ত্র কায়েম করতে চায়। বার বার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায়। জনগণ আওয়ামী লীগ সরকারকে পছন্দ না করলেও ভোট ডাকাতি করে ক্ষমতার মসনদে আঁকড়ে থাকতে চায়। ঢাকা-৫ ও নওগাঁ -৬ আসনে উপ নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে।