পরিকল্পনামন্ত্রীর সুস্থতা কামনায় দ. সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল
দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
শুক্রবার বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের তত্বাবধানে মন্ত্রীর শান্তিগঞ্জস্থ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জিয়াউর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এসময়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম,সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন সহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।