রাত ৯:৪২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরিকল্পনামন্ত্রীর সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে দোয়া

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুস্থতা কামনা করে জগন্নাথপুরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার ফরজ নামাজের পর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদ, সদর জামে মসজিদ, থানা জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রে জামে মসজিদসহ জগন্নাথপুরের বিভিন্ন মসজিদে পরিকল্পনামন্ত্রীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর জিউড় মন্দিরে পরিকল্পনামন্ত্রীর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, আমাদের মন্ত্রী মহোদয়ের সুস্থতা কামনা করে আমরা আল্লাহপাকের দরবারে দোয়া করেছি। আমাদের বিশ্বাস দ্রূত তিনি সুস্থ হয়ে আবার কর্মময় জীবনে ফিরবেন।